পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় ব্যবসায়ীর উপর হামলা, মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জিরোপয়েন্ট সংলগ্ন রংধনু টাইল্স গার্ডেন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের ম্যানেজার পলাশ জানান, ব্যবসায়ী হাবিবুর রহমান জিরোপয়েন্ট সংলগ্ন শহিদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্কুল ও চলন্তিকা সংঘের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে দীর্ঘদিন সুনামের সহিত রংধনু টাইল্স গার্ডেন নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। ঘটনার দিন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান ও আমি প্রতিষ্ঠানের ভিতরে অবস্থান করছিলাম। হঠাৎ প্রতিষ্ঠানের পাশের বাসিন্দা মিন্টু ও তার ছেলেরা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে ব্যবসায়ী হাবিবুর রহমানের সাথে জায়গা জমি ক্রয় ও গ্যাসের টাকা পাওনা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি করছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে মিন্টু ও তার ছেলেরা উত্তেজিত হয়ে ব্যবসায়ী হাবিবুর রহমানের উপর হামলা ও বেদম মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। এছাড়া তারা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কম্পিউটার সহ বিভিন্ন মালামাল ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। ব্যবসায়ী হাবিবুর রহমান বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন এবং এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু।
এ ব্যাপারে ওসি ওবাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় হামলা ও ভাংচুরকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।