মনির হোসেন, মোংলা:: পদ্মা সেতু চালুর পর রাজধানী শহর ঢাকার সবচেয়ে কাছের সমুদ্র বন্দর হওয়ায় আমদানি রপ্তানিতে একের পর এক রেকর্ড করে যাচ্ছে মোংলা বন্দর। সেই সাথে বেড়েছে বন্দরটির রাজস্ব আয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, ২০২৪ সালের এপ্রিল মাসে মোট ৬৩ টি জাহাজ এসেছে অন্যদিকে ২০২৩ সালের এপ্রিল মাসে মোট ৫২ টি জাহাজ এসেছিল অর্থাৎ গত বছরের এপ্রিল মাসের তুলনায় এ বছরের এপ্রিল মাসে মোট ১১টি জাহাজ বেশি এসেছে। ২০২৪ সালের এপ্রিল মাসে ৬.৩৭ লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডল করা হয়েছে অন্যদিকে ২০২৩ সালের এপ্রিল মাসে ৪.৬৭ লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডল করা হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ১.৭০ লক্ষ মেট্রিক টন কার্গো বেশি হ্যান্ডল করা হয়েছে। ২০২৪ সালের এপ্রিল মাসে মোট ২১৮৯ টিইইউজ কন্টেইনার হ্যান্ডল করা হয়েছে। অন্যদিকে ২০২৩ সালের এপ্রিল মাসে মোট ১৮২২ টিইইউজ কন্টেইনার হ্যান্ডল করা হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ৩৬৭ টিইইউজ কন্টেইনার বেশি হ্যান্ডলি করা হয়েছে।
২০২৪ সালের এপ্রিল মাসে মোট ২৪ কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। অন্যদিকে ২০২৩ সালের এপ্রিল মাসে মোট ২০ কোটি ১২ লক্ষ ৬১ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ৪ কোটি ১ লক্ষ ৯২ হাজার টাকা রাজস্ব বেশি আদায় হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসেই মোট ৮ টি কন্টেইনার জাহাজ এসেছে যা মোংলা বন্দরের ইতিহাসে এক অনন্য রেকর্ড।
বন্দরের এই কর্মকর্তা আরো বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরের এপ্রিল পর্যন্ত বন্দরে মোট ৭২৬ টি জাহাজ এসেছে অন্যদিকে ২০২২-২০২৩ অর্থবছরের এপ্রিল পর্যন্ত মোট ৭০৮ টি জাহাজ এসেছিল অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত মোট ১৮ টি জাহাজ বেশি এসেছে। চলতি অর্থ বছরের সবকটি সূচকে এখন পর্যন্ত সন্তোষজনক বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
এছাড়াও ২২ মে বুধবার বন্দরের জেটিতে একসাথে ৩টি জাহাজসহ সর্বমোট ৫ টি জাহাজ আগমন করেছে, গাড়ির জাহাজে ৮৯৮ টি গাড়ি রয়েছে, একটি কন্টেইনার জাহাজ ও একটি কার্গো জাহাজ রয়েছে।