দাকোপ প্রতিনিধি:: দাকোপে জলজ পরিবেশের ভৌত-রাসায়নিক গুনাগুন পরিমাপক যন্ত্রের ব্যবহার শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালযের বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল ১০ টায় এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমারের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান আলোচক ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিপিডি ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রকল্পের কর্মকর্তা পলাশ বালা, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা বিপুল কুমার দাশসহ উপজেলার ৭টি সিবিও থেকে ২০ জন্য সদস্য প্রশিক্ষণে অংশগ্রহন করেন। উল্লেখ্য উক্ত প্রকল্পের আওতায় মে মাসে ৫টি ব্যাচে মোট ১ শত ৫০ জন মৎস্য চাষিকে জলবায়ু সহনশীল মৎস্যচাষ ও মৎস্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
Leave a Reply