দাকোপ প্রতিনিধি:: খুলনার দাকোপের সিবিও গ্রুপের ২০ জন মৎস্য চাষিকে নিয়ে শুক্রবার দিনব্যাপী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন কাকড়া খামারে কাঁকড়া প্রক্রিয়াকরণ খামার ও কারখানার ক্লাইমেট স্মার্ট অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। এ সময় মৎস্য চাষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী সফ্ট শেল সিবিও কাঁকড়া খামার, আকাশলীনা ইকোপার্ক এবং ফরিদ নাইন স্টার এগ্রো ফুডস (বিডি) লিঃ পরিদর্শন করেন।
দাকোপ উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কমিউনিটি বেজইড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড একোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের অর্থায়নে দাকোপের মৎস্য চাষিরা সফ্ট শেল কাঁকড়া উৎপাদনের আধুনিক কলাকৌশল ও রপ্তানীযোগ্য কাঁকড়া প্রক্রিয়াকরণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ইকো-টুরিজম বিষয়ে ধারণা লাভ করেন। অভিজ্ঞতা বিনিময় সফরকালে খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, দাকোপের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রণজিৎ কুমার, সাতক্ষীরার কালিগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাজমুল হুদা এবং শ্যামনগরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার উপস্থিত ছিলেন।
Leave a Reply