বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটার ভান্ডারকোট এলাকায় আজাদ মোল্লা(৪০) ও সাকিরন বেগম(২৮) নামে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকাল ৭ টার দিকে। পুলিশ ও এলাকাবাসী জানায়, খবর পেয়ে আজাদ মোল্লাকে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের ডাবের আঁড়ার সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে এবং তার স্ত্রী সাকিরুন বেগমের লাশ ঘরের বিছানা থেকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে এসআই এমদাদ হোসেন সহ সঙ্গীয় ফোর্স সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত আজাদ মোল্লা প্রায় এক বছর যাবত মানসিক সমস্যায় ভুগছিলো। এমনকি মাঝে মধ্যে আত্মহত্যার চেষ্টাও করতো। গত ৩/৪ দিন আগেও সে ঘরের ডাবের আঁড়ার সাথে একই জায়গায় আত্মহত্যার চেষ্টা করার সময় তার স্ত্রী সহ আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে। সর্বশেষ প্রতিবেশী ওহাব ফকির তার বাড়িতে কাজ করতে এসে তাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে রহিম মোল্লা সহ আশেপাশের লোকজন ডেকে দরজা বন্ধ পেয়ে দরজায় লাথি মেরে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। চৌকি খাটের বিছানার উপর শাকিরুন এর মৃতদেহ এবং তার স্বামী আজাদকে আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশের ধারণা স্বামী কর্তৃক স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর সে নিজে আত্মহত্যা করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার থানায় মামলার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানা গেছে।
Leave a Reply