দাকোপ প্রতিনিধি:: দাকোপের পোদ্দারগঞ্জ ফেরিঘাটে অচেনা মানসিক ভারসাম্যহীন যুবতী মেয়েকে(আনুঃ ১৬ বছর) ঘুরাঘুরি করতে দেখা যায়। ২৮ মে মঙ্গলবার রাতে পোদ্দারগঞ্জ ফেরিঘাটে স্থানীয় জনগন উপজেলা প্রশাসনকে জানায়। প্রাপ্ত তথ্যে জানাগেছে এ সময় উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’কে জানালে তাৎক্ষণিকভাবে তার নির্দেশে মঙ্গলবার রাতে প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে, মেয়েটির গায়ে প্রচুর জ্বর। সে বহুমাত্রিক প্রতিবন্ধী (বুদ্ধি ও বাক প্রতিবন্ধী)। তাকে ঊদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরদিন ২৯ মে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা উপজেলা সমাজসেবা অফিসার প্রজিত রায়-কে মেয়েটির সুস্থতার বিষয়টি আশ্বস্ত করেন। মেয়েটি পাওয়ার পর থেকে বিভিন্ন মাধ্যম থেকে তার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
শিশুটির সর্বোত্তম স্বার্থের কথা চিন্তা করে ২৯ মে বুধবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের জরুরী সভা আহ্বান করা হয়। শিশুটির নিরাপত্তার কথা চিন্তা করে তাকে খ্রিষ্টান সার্ভিস সোসাইটি পরিচালিত Cmmunity Pope John XXIII (বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের নিয়ে পরিচালিত অনন্যধর্মী) প্রতিষ্ঠান, চালনা পৌরসভায় খুলনায় রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তাকে সেখানেই রাখা হয়েছে । সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, উপজেলা স্বাস্থা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, থানা পুুলিশের এসআই সুশান্ত পাল ও সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।
উপজেলা সমাজসেবা অফিসার প্রজিত রায় জানান যে, উপজেলা সমাজসেবা কার্যালয়, দাকোপ খুলনা এর পক্ষ থেকে মেয়েটিকে দুই সেট নতুন পোশাক কিনে দেয়া হয়েছে। শিশুটি এখন ভালোই আছে। মানসিক ভারসাম্যহীন শিশুটির পরিবারকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply