দাকোপ(খুলনা) প্রতিনিধি :: ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ভেঙ্গে যাওয়া ওয়াপদার বেড়ীবাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান। এ সময় তিনি বলেন, আমরা আশা করছি আজকের মধ্যে বেড়ী বাঁধের ভাঙা অংশের নির্মান সম্পন্ন হবে। তিনি আরো বলেন, ৩১ নং পোল্ডালসহ দাকোপের বেড়ীবাঁধের ক্ষতিগ্রস্ত অংশ খুব দ্রুত সংস্কার এবং পূর্ণ নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। তিনি প্রধান অতিথির হিসেবে শুক্রবার বেলা ১১টায় দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের কামিনিবাসিয়া পুরোতন পুলিশ ফাঁড়ি সংলগ্ন ওয়াপদার বেড়ীবাঁধের ভাঙন কবলিত অংশের নির্মান কাজ পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস , পানি উন্নয়ন বোর্ডের খুলনা এসডি সুজয় কর্মকার, এসও গোপাল কুমার দত্ত প্রমুখ।
Leave a Reply