1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৭ মে ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
গণহত্যা চলছেই, গাজায় প্রাণহানি ছাড়িয়ে গেল ৫৩ হাজার ডিজিটাল রূপান্তরে সমতা নিশ্চিতেই অঙ্গীকারবদ্ধ সরকার-প্রধান উপদেষ্টা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দাকোপে বিএনপির মিছিল ও লিফলেট বিতরণ টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস লক্ষীপুরে মেঘনা নদীতে বালু উত্তোলনকালে ড্রেজার বাল্কহেডসহ দুজন আটক ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেনাপোল শাখার নতুন কমিটি ঘোষণা গাজায় ইসরায়েলির ব্যাপক হামলা, ১১৫ ফিলিস্তিনি নিহত ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে নিহত ১৮ বিচ্ছিন্নতাবাদী আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথম যাত্রায় যাচ্ছেন ৭৯২৬ শ্রমিক ভারতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ স্থগিত

মেধাবী জাতি গঠনে দুধ, ডিম ও মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ-তালুকদার আব্দুল খালেক

  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার খুলনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে দুপুরে খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, মেধাবী জাতি গঠনে দুধ, ডিম ও মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত দুধের প্রয়োজন এবং দুধ শিশুদের মেধা বিকাশে সহায়তা করে। সকল মানুষের প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়া প্রয়োজন। দুধ বয়ষ্কদের হাড়ের ক্ষয় প্রতিরোধ করে ও দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে। দুধ একটি আদর্শ খাবার। একজন পূর্ণ বয়স্ক মানুষ দৈহিক পুষ্টি চাহিদার প্রায় সবটুকু এই দুধে পাওয়া যায়। যে কোন বয়সে দুধ খাওয়া যায়। নিয়মিত গরম দুধ খেলে শ^াসতন্ত্রের প্রদাহজনিত রোগ লাঘব হয়। তিনি বলেন, মাছ ও মাংসে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ভবিষ্যতে আমরা দুধেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হবো। নিয়মিত দুধ খাওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য মেয়র সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক। বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ নুরুল্লাহ মোঃ আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ ইউসুপ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন কেসিসি’র ভেটেরিনারি কর্মকর্তা ড. পেরু গোপাল বিশ্বাস। স্বাগত বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে খামারিদের পক্ষে বক্তৃতা করেন আরশাদ তাজিন ডেইরী ফার্মের তোজাম্মেল হোসেন তুষার ও পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব মোঃ সোহরাব হোসেন। খুলনা জেলা প্রাণিসম্পদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মেয়র দিবসটি উপলক্ষ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে মেয়রের নেতৃত্বে খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট