দাকোপ প্রতিনিধি:: সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেজবুক) ও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ এবং দাকোপ উপজেলা প্রশাসনের সহযোগীতায় বুদ্ধি ও বাক প্রতিবন্ধী ছুমাইয়া (১৬) কে খোঁজে পেয়েছেন তার পরিবার। উল্লেখ গত ২৮ মে মঙ্গলবার রাতে দাকোপের পোদ্দারগঞ্জ ফেরিঘাটে মানসিক ভারসাম্যহীন যুবতী মেয়েকে (আনুঃ ১৬ বছর) ঘুরাঘুরি করতে দেখতে পেয়ে স্থানীয় জনগন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’কে জানান, তাৎক্ষণিকভাবে তার নির্দেশে ঐদিন রাতে প্রতিনিধি দল ঘটনাস্থলে যেয়ে অসুস্থ বহুমাত্রিক প্রতিবন্ধী (বুদ্ধি ও বাক প্রতিবন্ধী) ছুমাইয়াকে ঊদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। মেয়েটি পাওয়ার পর থেকে উপজেলা প্রশাসন বিভিন্ন মাধ্যম থেকে তার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে।
শিশুটির সর্বোত্তম স্বার্থের কথা চিন্তা করে ২৯ মে বুধবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের জরুরী সভায় শিশুটির নিরাপত্তার কথা চিন্তা করে তাকে স্থানীয় চালনা পৌরসভার খ্রিষ্টান সার্ভিস সোসাইটি পরিচালিত Cmmunity Pope John XXIII প্রতিষ্ঠানে তাকে রাখা হয়। এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেজবুক) ও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় শনিবার (১লা জুন) বিকালে পিরোজপুর জেলার ভান্ডারিয়ার বাসস্টান এলাকার রাজ্জাক হাওলাদার দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর কার্যালয় এসে বুদ্ধি ও বাক প্রতিবন্ধী ছুমাইয়কে নিজের মেয়ে বলে দাবী করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী বুদ্ধি ও বাক প্রতিবন্ধী ছুমাইয়া রাজ্জাক হাওলাদারের মেয়ে নিশ্চিত হয়ে তার কাছে ছুমাইয়াকে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, উপজেলা নির্বাহী অফিসের নাজিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply