1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

টি-২০ বিশ্বকাপ: সুপার ওভারে ওমানকে হারাল নামিবিয়া

  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: সুপার ওভার ম্যাচে ওমানের বিপক্ষে ১১ রানে জয় তুলে নিয়েছে নামিবিয়া। এর আগে ১ ওভারে ২১ রান করে নামিবিয়া। ২২ রানের লক্ষ তাড়া করতে নেমে মাত্র ১০ রান তুলতে সক্ষম হয়েছিল ওমান।

বোলিংয়ে নামিবিয়াকে একই সমীকরণে ওমান আটকে দিলে সুপার ওভারে গড়ায় ম্যাচটি। যা কিনা টি-টোয়েন্টি বিশ্বমঞ্চের গত চার আসরে দেখাই যায়নি। তবে সুপার ওভারে এসে লড়াইটা ফের জমিয়ে তুলতে পারেনি ওমান। নামিবিয়ার ২১ রানের জবাবে ১০ রানেই থেমেছে তারা।

বোলিংয়ে আজ নামিবিয়ার হয়ে দুর্দান্ত ছিলেন ট্রাম্পেলম্যান। তবে অধিনায়ক ভরসা রাখলেন উইসার অভিজ্ঞতার ওপর। তিনিও নিরাশ করেননি। ২২ রানের টার্গেটে ব্যাট করতে নামা ওমানকে আটকে রাখলেন ৬ রানেই।

শেষ তিন বলে ওমানের সংগ্রহ ৮ রান। ওমান সুপার ওভারে থামে ১০ রানে। নামিবিয়ার জয় ১১ রানের ব্যবধানে। নির্ধারিত ২০ ওভারে ওমানের হাতের মুঠোয় থাকা ম্যাচটায় জয়ের হাসি হেসেছে নামিবিয়া। ডেভিড উইসার অভিজ্ঞতাই শেষ পর্যন্ত নির্ধারণ করল লো-স্কোরিং ম্যাচের ভাগ্য।

বার্বাডোজে অনুষ্ঠিত এই ম্যাচে বোলারদের দাপট থাকবে সেটা বোঝা গিয়েছিল ওমান ইনিংসের শুরুতেই। ট্রাম্পেলম্যান প্রথম দুই বলেই পেলেন দুই উইকেট। শুরুর সেই ধাক্কাটা এশিয়ান দেশটি আর সামলে নিতেই পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে।

ইনিংসের প্রথম দুই বলে দুই উইকেট হারানো ওমানকে এরপর ভরসা দেখিয়েছেন জিশান মাকসুদ এবং খালিদ খান। জিশান ইনিংস মেরামত করেছিলেন। সঙ্গী হিসেবে ছিলেন খালিদ। যদিও ব্যক্তিগত ২২ রান ফিরে যান জিশান। এরপর খালিদ সঙ্গী হিসেবে পান আয়ান খানকে। সেই জুটিও বড় হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews