দাকোপ প্রতিনিধি:: ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ দাকোপের গো-খামারী এবং শিশুদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ। সোমবার (৩ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্তদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং মহিলা বিষয়ক ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে দাকোপে গত ২৬ মে ঘুর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ৮০ গো-খামারি পরিবারের মাঝে ভুট্টার গুড়া ৬ কেজি, খৈ-৫কেজি, গমের গুড়া-১০কেজি, কুড়া-২৫ এবং ৯০ জন শিশুদের মায়ের মাঝে শিশু খাদ্য ব্রাউন চিনি-১কেজি, চাল-১কেজি, দুধ-১ প্যাকেট, তেল-১কেজি, খেজুর-২৫০ গ্রাম, বাদাম-২৫০ গ্রাম, ডাউল-৫শত গ্রাম, লবন-আধা কেজি এবং ৪ প্রকার বিস্কুট প্রদান করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সহায়তা প্রধান করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাছির হাসান, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ কুমার বালা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া,দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস,বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়,লজিক প্রকল্পের পরিমল কর্মকার প্রমুখ।
Leave a Reply