দাকোপ প্রতিনিধি :: ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের কামিনিবাসিয়া এলাকায় ওয়াপদার বেড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়া ক্ষতিগ্রস্ত ২ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিঃ।
এই দুর্যোগে বাংলালিংক আছে আপনার পাশে এই স্লোগানকে সমনে রেখে সোমবার দুপুরে কামিনিবাসিয়া পুরোতন পুলিশ ফাাঁড়ি এলাকায় বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিঃ পক্ষথেকে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ২ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লি: এর রিজিওনাল হেড আবু সাইদ আশরাফুল কামাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ ডিস্টিিবউটর চিম্ময় সাহা টুটুল, ডিস্টিবিউসন ম্যানেজার মামুনুর রশিদ প্রমুখ।
ভয়াবহ ঘুর্নিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ ২শত পরিবারের মাঝে চাল, ডাল, তৈল,বিস্কুট ,স্যালাইন ও সাবান বিতারন করা হয় ।
Leave a Reply