খবর বিজ্ঞপ্তি:: পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে জাতীয় ইমাম পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ৩ জুন সোমবার দুপুরে খুলনা জেলার পাইকগাছা থানার সোলাদানা ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ দু’শত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ করেন জাতীয় ইমাম পরিষদের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া। এ সময় তিনি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে বিত্তবান সহ সামর্থ অনুযায়ী সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতী মানজুর আহমাদ, মুফতী জাকির হোসাইন, মাওলানা আতাউর রহমান আতীকী, মুফতী ইবরাহীম খলিল, মুফতী আবদুল্লাহ মুখতার, মাওলানা আবদুল্লাহ মামুন, হাফেজ আব্দুল্লাহ নোমান, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা আবুল কাসেম প্রমুখ। ত্রাণ বিতরণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
Leave a Reply