1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৮ মে ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত বেনাপোলে ষাট লাখ টাকা মূল্যের ভায়াগ্রা পাউডার আটক করেছে বিজিবি বাগেরহাটে যুবদলের দুইটি শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন বাগেরহাটে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কর্মকর্তাদের মানববন্ধন মোংলায় কোস্টগার্ড বেইসে নবনির্মিত বোট ওয়ার্কশপ উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা গণহত্যা চলছেই, গাজায় প্রাণহানি ছাড়িয়ে গেল ৫৩ হাজার ডিজিটাল রূপান্তরে সমতা নিশ্চিতেই অঙ্গীকারবদ্ধ সরকার-প্রধান উপদেষ্টা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দাকোপে বিএনপির মিছিল ও লিফলেট বিতরণ টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস লক্ষীপুরে মেঘনা নদীতে বালু উত্তোলনকালে ড্রেজার বাল্কহেডসহ দুজন আটক

সকল প্রস্তুতি সম্পন্ন,বুধবার দাকোপ উপজেলা পরিষদের নির্বাচন

  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনধি:: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের সাধারণ নির্বাচনের অংশ বিশেষ ৫জুন বুধবার দাকোপ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে উপজেলা নির্বাচন অফিস ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
উপজেলা নির্বাচন নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, উপজেলা পরিষদ নির্বাচনের বিধি অনুযায়ী তা পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যে দাকোপে ৫৪ জন প্রিজাইডিং অফিসার, ৩৬১ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ৭২২ জন পোলিং এজেন্টদেরকে ট্রেনিং করানো হয়েছে।
এ ছাড়া নির্বাচন শান্তি শৃংঙ্খলার সাথে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্রে প্রয়োজনীয় তিন স্থরের আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনী বাংলাদেশ কোস্ট গার্ড, পুলিশ সদস্যসহ ৭৬০ আনসার-ভিডিপির সদস্যদেরকে মোতায়ন করা হবে। নির্বাচন চলাকালিন সময়ে প্রতিটি ভোট কেন্দ্রে ১৪৪ ধারা জারিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে ১২টি টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দরা সঙ্গীয় আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সহযোগিতায় প্রতিটি ভোট কেন্দ্র সার্বক্ষনিক মনিটরিং করবেন। যাতে কেন্দ্রের ভিতরে অবাঞ্চিত ব্যক্তিদের অনুপ্রবেশ করে বিশৃংঙ্খলা সৃষ্টি, ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট প্রদান করতে না পারেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকরি রিটার্নি অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন,আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ৫৪টি ভোট কেন্দ্রের ৩৩০টি স্থায়ী বুথ এবং ৩১টি অস্থায়ী বুথে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরোতিহীন ভাবে ১লাখ ৩৪ হাজার ৬ শত ৮৩ জন ভোটার তাদের পছন্দনীয় প্রার্থীদেরকে ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে ৬৭ হাজার ৬শত ৮জন,মহিলা ভোটার রয়েছে ৬৭ হাজার ৭৫জন এবং তৃতীয় লিঙ্গের ৬জন ভোটার। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন এস এম আবুল হোসেন নির্বাচনী প্রতীক (ঘোড়া), অচিন্ত্য কুমার মন্ডল নির্বাচনী প্রতীক (দোয়ত-কলম), মোঃ সাইফুল ইসলাম নির্বাচনী প্রতীক (চিংড়ি মাছ) এবং শেখ যুবরাজ নির্বাচনী প্রতীক (আনারস)।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন জাহিদুর রহমান শেখ নির্বাচনী প্রতীক (বৈদ্যুতিক বাল্ব), মোঃ জাহাঙ্গীর মোল্যা নির্বাচনী প্রতীক (টিয়া পাখি) কিশোর কুমার রায় নির্বাচনী প্রতীক (মাইক), তাপস কুমার জোয়ার্দার নির্বাচনী প্রতীক (চশমা), দেবপ্রসাদ বৈদ্য নির্বাচনী প্রতীক (টিউবওয়েল), দেবাশিষ রায় নির্বাচনী প্রতীক (বই), এবং সুনিল মন্ডল নির্বাচনী প্রতীক (তালা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন জয়ন্তী রানী সরদার নির্বাচনী প্রতীক (পদ্ম ফুল), বিথীকা লতা রায় নির্বাচনী প্রতীক (প্রজাপতি),ফাতেমা আক্তার নির্বাচনী প্রতীক (ফুটবল), মলিনা জোদ্দার নির্বাচনী প্রতীক (কলস) এবং সুভদ্রা সরকার নির্বাচনী প্রতীক হাঁস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট