দাকোপ প্রতিনিধি:: খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে ঘুর্ণিঝড় রেমাল-এ ক্ষতিগ্রস্থ জনগণের জন্য শর্তহীন অর্থ প্রদান করছে কারিতাস বাংলাদেশ খুলনা রিজিওন। কারিতাস বাংলাদেশ মোট ১ হাজার ৩৮ পরিবারকে নগদের মাধ্যমে ৬ হাজার টাকা করে ও প্রতিবন্ধী ব্যক্তিদের ৭ হাজার টাকা সহায়তা প্রদান করে। বুধবার (২৬ জুন) বেলা ১১ টায় সুতারখালী ইউনিয়নে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুতারখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি সদস্য ৫ নং ওয়ার্ড মোঃ জাহিদ ফকির, ইউপি সদস্য ৪ নম্বর ওয়াড রফিকুল গার্জী, প্রকল্পের ফাইন্যান্স কোওর্ডিনেটর সিবিএম গ্লোবাল মোঃ জাহেদ ফিরোজ, প্রোগ্রাম অফিসার কারিতাস সেন্ট্রাল অফিস তহিদুর রহমান, প্রোগ্রাম অফিসার কারিতাস সেন্ট্রাল অফিস, নুরজাহান সুলতানা, প্রোগ্রাম অফিসার কারিতাস খুলনা সুমন কুমার মালাকার, প্রজেক্ট কোওর্ডিনেটর ডিআরআর এন্ড সিসিএ প্রজেক্ট, পবিত্র কুমার মন্ডল, ম্যানেজার ডিআইডিআরএম প্রজেক্ট সুব্রত মল্লিক, ডিসএ্যবিলিটি ইক্লশান অফিসার ডিসএ্যইবল্ড চাইল্ড ফাউন্ডেশান রিপা খানম প্রমুখ। উক্ত, অনুষ্ঠান সুতারখালী ইউনিয়নের নির্বাচিত উপকারভোগী উপস্থিত থেকে অর্থ সহায়তা গ্রহন করেন। উল্লিখিত কার্যক্রম ইন্ক্লুসিভ করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয় ও নির্ধারিত ৬ জন প্রতিবন্ধী ব্যক্তি অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা প্রদান করেন। উপকারভোগীদের মধ্যে ৬০ জনের এক্সিট্ ইন্টারভিউ করা হয়।