দাকোপ (খুলনা) প্রতিনিধি :: দাকোপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালা এর আয়োজনে “প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প” এর অর্থায়নে খামারীদের স্বচক্ষে দেখানো ও শেখানোর জন্য অভিজ্ঞতা বিনিময় সফর ও সভা অনুষ্ঠিত হয়েছ্।ে
বুধবার (৩ জুলাই) সকালে উপজেলার দাকোপ ইউনিয়নের দাকোপ ডেইরী উৎপাদনকারী দলের ৪০ জন খামারীকে বটিয়াঘাটা উপজেলার গংগারামপুর ইউনিয়নের গোপালখালী আইডিয়াল এগ্রো লিঃ’তে উদ্ভদ্ধুকরণ ভ্রমনে নিয়ে যাওয়া হয়। অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বঙ্কিম কুমার হালদার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ শামীম আরা হক, এলএফএ মোঃ তাজামুল হোসাইন, এলএসপি টগর রায় ও দাকোপ ডেইরী উৎপাদনকারী দলের সদস্যবৃন্দ।