দাকোপ প্রতিনিধি:: দাকোপে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকাল ৫ টায় দাকোপ উপজেলা পরিষদ মাঠে এ ফা¦ইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার আয়োজন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণ করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননীগোপাল মন্ডল। এর পূর্বে সকালে খেলার শুভ উদ্বোধন করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ যুবায়ের জাহাঙ্গীর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় ও ফাতেমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা সহকারি শিক্ষা অফিসার যথাক্রমে দিপ্পল বিশ^াস, পলাশ মন্ডল, মৃন্ময় মন্ডল, মৌসুমী আক্তার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সিতাংশু কুমার মন্ডল, রিক্তা মিস্ত্রী। অন্যানের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক যথাক্রমে লোকেন্দ্র নাথ বর্মন, এস এম শফিউল আজম, আঞ্জুমানোয়ারা বেগম, ইউনুচ আলী শেখ, রজত শুভ্র রায়, প্রবীর কুমার মন্ডল,সহকারি শিক্ষক কৃষ্ণপদ বিশ^াস, কার্তিক চন্দ্র সরকার, মনোতোষ রায়, বেবী রায়, বাসন্তী রায়,মাঠে রেফারী দায়িত্বে ছিলেন বিধান চন্দ্র রায়, দিলীপ বিশ^াস, শফিকুল ইসলাম,আমিনুল ইসলাম,পরিমল মন্ডল,অমিত রায় প্রমুখ। ফাইনাল খেলায় বালক পর্যায়ে খোটাখালী সরকারী প্রাথমিক বিদ্যাললকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে বটবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা পর্যায়ে লাউডোব এমএম সরকারী প্রাথমি বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে বিজয় অর্জন করেন চালনা কে,সি সরকারী প্রাথমিক বিদ্যালয়।