বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংক শাখার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই ) দুপুর ১২টার দিকে বেনাপোল বাজারের টি এম বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এই ব্যাংকের উদ্বোধন করা হয়।
ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। উদ্বোধনী অনুষ্ঠানে ম্যানেজার শেখ আব্দুস সেলিমের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেনাপোল পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান, গ্লোবাল ইসলামী ব্যাংক যশোর ব্রাঞ্জের ম্যানেজার কামাল হোসেন, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক বকুল মাহবুব ও বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমানসহ স্থানীয় পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত বক্তব্য দেন। এ সময় তিনি প্রযুক্তিগত উৎকর্ষ উদ্ভাবনী প্রোডাক্ট ও সার্ভিস, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নের মাধ্যমে জনকল্যাণ মূখী ব্যাংকিং সেবা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন।তিনি অলস টাকা বাড়িতে ফেলে না রেখে ব্যাংকে জমা রাখার পরামর্শ দেন। এ সময় তিনি অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।