1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে-প্রাণিসম্পদ উপদেষ্টা বিএনপি নেতা এরশাদের সঙ্গে গুলিবিদ্ধ বাবলার মৃত্যু সতের বছর পর চিতলমারী ব্যবসায়ীদের নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা রুবাবাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, সমালোচনার মুখে ডিলিট করলেন ইরফান বিসিবি থেকে পদত্যাগ করলেন সালাহউদ্দিন যুদ্ধবিরতিতেও ত্রাণ প্রবেশে বাধায় ক্ষুধার্ত গাজা নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে-সেনাসদর উড্ডয়নের সময় ত্রুটির কারণে মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্ত গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ

একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও খেলাধুলা বহিঃ বিশ্বে সে দেশের পরিচিয় বহন করে – ননী গোপাল এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি:: খুলনা -১ আসনের জাতীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল এমপি বলেছেন, একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও খেলাধুলা বহিঃ বিশ্বে সে দেশের ব্যাপক পরিচিতি লাভ করে । বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা খেলাধূলা কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি করতে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে । তারই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা, জেলা এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ অনুষ্ঠিত হচ্ছে । আর এখান থেকে ইউনিয়ন,উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে খেলোয়াড় সৃষ্টি হয়ে এলাকা তথা দেশের সুনাম অর্জন করবে ।  মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) -২০২৪ এর ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো বলেন । উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন রায়,অধ্যক্ষ অমিতের দাশ, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বকর মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, এমপি জামাতা ও আ’লীগ নেতা অনুপম মন্ডল, এমপি তনয় দীপ্ত মন্ডল,এমপি পিএ দূর্জয় মন্ডল দূর,বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায, সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান,প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, ইউপি চেয়ারম্যান যথাক্রমে পল্লব বিশ্বাস রিটু, জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবব্রত মল্লিক দেবু, সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য এস এম ফরিদ রানা, বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য বিবেক বিশ্বাস, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সরদার হাফিজুর রহমান, মোঃ ইসমাইল হোসেন সহ শতশত খেলোয়াড় ও সমর্থকরা । মাঠে পর্যায় ক্রমে সকল খেলা পরিচালনা করেন রেফারি যথাক্রমে পার্থ প্রতিম মন্ডল, জিএম মোশারফ হোসেন, শেখ কামাল,নাজমুল হাসান, সংযোজিত ঢালী, মোঃ রমজান, সমীর কুমার মন্ডল, জাকির হোসেন,সৌরভ তরফদার, চয়ন মন্ডল,মৃত্যুঞ্জয় বিশ্বাস, অংশুপতি মন্ডল প্রমুখ । খেলায় উপজেলার ৭ টি ইউনিয়ন থেকে ৭ টি বালক ও ৪ টি বালিকা দল অংশগ্রহণ করে । চুড়ান্ত পর্বে বালক দলের খেলা ২ নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন ফুটবল একাদশ ও ৭ নং আমীরপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে । খেলায় বটিয়াঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ আমীরপুর ইউনিয়ন ফুটবল একাদশ-কে ৩-২ গোলে পরাজিত করে । অপরদিকে বালিকা দলের খেলা ১ নং জলমা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ২ নং বটিয়াঘাটা ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় ।শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট