অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: ডুমুরিয়ায় কেন্দ্রীয় কালিবাড়ী মঠ কমিটির আয়োজনে আইন শৃঙ্খলা সুরক্ষা ও ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এ্যাডভোকেট অশোক কুমার সিংহ। প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি তার বক্তব্যে বলেন গত ৫ আগষ্ট ছাত্র জনতার কঠোর আন্দোলনে স্বৈরচারি শেখ হাসিনার শোষণমুক্ত বাংলাদেশ পেয়েছি। আজ দ্বিতীয় বার এদেশ স্বাধীন করেছি। তিনি আরও বলেন, সংখ্যালঘু বলে এদেশে কিছু নেই। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাঙালি এবং মানুষ।সকলেই সম্প্রতি ও শান্তিতে বসবাস করি।এদেশ এখন আর সেই বাংলাদেশ নেই। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। পরিতোষ বালার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা ইমরান হুসাইন, অনিন্দ্য মন্ডল,মিলন কান্তি মল্লিক, হরিদাস মন্ডল, অশোক আচার্য, অরুণ গোলদার, তপন কুমার সাহা,স্বপন মিস্ত্রী, টুটুল কুন্ডু,মৃনাল দাশ,জয় সাহা প্রমুখ। সভায় উপজেলার ১৪টিইউনিয়ন থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।