বটিয়াঘাটা প্রতিনিধি :: বটিয়াঘাটা উপজেলার বাজার সদর হাটবাটী এলাকায় বিনোদ দাসের বাড়িতে গত ১২ আগস্ট থেকে দুইদিন ধরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে । এ ঘটনায় ভূক্তভোগী স্ত্রী দিপালী দাস মঙ্গলবার বাদি হয়ে থানা অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন । অভিযোগে জানা যায়, ভূক্তোভগী দিপালী দাস ও স্বামী বিনোদ দাস গত ১২ আগস্ট বসত ঘরে তালা বন্ধ করে বাগেরহাট সদরে মেয়ের বাড়িতে বেড়াতে যান । গত ১৯ আগস্ট আনুমানিক বিকাল ৩ টায় মেয়ের বাড়ি থেকে ফিরে ঘরের দরজা খুলে দেখেন ঘরের ভিতরে মালামাল এলোমেলো । তখন ভূক্তভোগীর আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে দেখে ঘরের পিছনের জালানার গ্ৰীল কেটে ভিতর প্রবেশ করে নগত অর্থ,স্বর্ণালংকার, বিভিন্ন ধরনের মালামাল,আসবাবপত্র সহ বিভিন্ন ধরনের দামি জিনিসপত্র নিয়ে চোরেরা লাপাত্তা হয় । এব্যাপারে ভূক্তভোগীর পরিবারের সদস্যরা ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।