বটিয়াঘাটা প্রতিনিধি:: সাংবাদিক ইমরান হোসেনের পিতা আব্দুল মান্নান মুন্সী (৯০) আর নেই। (ইন্না... রাজিউন)। তিনি গতকাল শনিবার বিকাল ৫ টায় বার্ধক্য জনিত কারনে দীর্ঘদিন যাবত অসুস্থ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ৩কন্যা সন্তান, নাতি নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল এশা বাদ বটিয়াঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে আত্মার চির শান্তি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সহ-সভাপতি নিখিলেশ গাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.মোস্তফা বেলাল, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক গাজী তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য এস এম এ ভূট্টো, সাংবাদিক গৌরদাস ঢালী, সাংবাদিক দ্বিগন্ত মল্লিক, সাংবাদিক নিতিশ বাছাড়, সাংবাদিক রিপন রায়, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক পরাগ গাইন, সাংবাদিক চিরঞ্জীত মল্লিক, সাংবাদিক শুভ রায় প্রমূখ।