বটিয়াঘাটা প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য আলহাজ্ব হযরত মাওলানা এমরান হুসাইন বলেছেন, এ দেশ সকলের। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সকলেই একে অপরের ভাই ভাই। দেশের স্বার্থে সকলেই মিলেমিশে এখন একসাথে কাজ করে যেতে হবে। ৫ আগষ্ট পরবর্তী কিছু কিছু দূর্ঘটনা আপনাদের যেমন ব্যথিত করেছে, ঠিক তেমনি আমরাও ব্যথিত হয়েছি। এর প্রভাব যাতে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয়া দুর্গোৎসবে না পড়ে যে কারনে দেশব্যাপির ন্যায় সকল স্থানের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করণ এবং উৎসব যাতে স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করতে পারে সে লক্ষ্যে কাজ করতে এসেছি। উৎসব পূর্ববর্তী থেকে শেষ না হওয়া পরবর্তীকালীন পর্যন্ত জামায়াতে ইসলামীর সকল সদস্য রাত জেগে প্রতিটি পূঁজা মন্ডপ পাহারায় থাকবে। আপনারা নির্বিঘেœ উৎসব পালন করুন। তিনি বুধবার বেলা তিনটায় উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্দ্যোগে আসন্ন শারদীয়া দুর্গাপূজা উৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মোঃ আবু ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সহ- সাধারণ সম্পাদক মুন্সী মহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, জেলা জামায়েত কর্ম পরিষদ সদস্য অধ্যাপক এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জেলা শ্রমিক কল্যাণের সহ- সম্পাদক আল আমীন গোলদার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা নায়েবে আমীর মাওলানা আশরাফ আলী, উপজেলা সহ-সম্পাদক মাওলানা হুমায়ূন কবীর, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি আঃ কাদের গাজী, বটিয়াঘাটা সদর ইউনিয়ন সভাপতি তরিকুল ইসলাম, সাংবাদিক হিরামন মন্ডল সাগর, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক তুরান হুসাইন, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, সাংবাদিক চিরঞ্জিত মল্লিক, মন্দির কমিটির সভাপতি যথাক্রমে তুলশী রঞ্জন বিশ্বাস, প্রধান শিক্ষক সমীর রায়, শিক্ষক মৃত্যুঞ্জয় বিশ্বাস, দুলাল মহলদার, কৃষ্ণপদ ঘোষ, প্রভাষক অনুপল বিশ্বাস, মিলন মল্লিক, সুজিত গোলদার, রিপন রায়, অনিক বিশ্বাস, উদয় শংকর রায় সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ। সভায় দুর্গাপূজা উপলক্ষ্যে সকল প্রকার নাশকতা এড়াতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা