দাকোপ প্রতিনিধি:: দাকোপে স্থানীয় সংস্থাগুলোর এরিয়া-বেইজ্ড কো-অর্ডিনেশন মডেলের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহনকে শক্তিশালী করণে সহায়তা প্রদানের জন্য উপজেলা পর্যায়ে সমন্বয় ও সম্প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।
এসডিআরআর প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ইউএসএআইডি’র সহযোগীতায় সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদেরের সভাপতিত্বে এসডিআরআর প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোসাঃ ফারহানার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বে-সরকারী উন্নয়ন সংস্থার এ্যাড্রা বাংলাদেশ উপজেলা ম্যানেজার পল বাড়ৈ, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, জি এম জাকির হোসেন, ইউপি সদস্য ইউপি সদস্য ইদ্রিস আলী সবুজ, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ গাজী, খাদিজা বেগম, তন্ময় হালদার, সুকুমার সরদার, মনিরুল ইসলাম, পার্থ রায়, শ্যামলী মন্ডল, রহিমা বেগম, ফরিদা প্রমুখ।