বটিয়াঘাটা প্রতিনিধি:: খুলনা বিভাগের সর্বোচ্চ রাজস্ব আদায়ের প্রতিষ্ঠান বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের ছাঁদের ভেন্টিলেটর ঢালাই ভেঙ্গে সেবা মোঃ সেলিম নামের এক গ্রহীতা সহ আরো অনেকে গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার ভূমি মোঃ শরীফ শাওন এর নিজস্ব রুমে সেবা প্রদানকালে এ ঘটনা ঘটে। গতকাল ভূমি অফিসের সেবা গ্রহীতাদের সেবা প্রদান কার্যদিবসের শুরুতে দীর্ঘ বছরের পুরনো নির্মাণকৃত জনাকীর্ণ ভবনের ছাদের ভেন্টিলেটরের ঢালাইয়ের কিছু অংশ ভেঙ্গে ভূমি অফিসে সেবা নিতে আসা সেবা গ্রহীতা সেলিম সহ আরো অনেকে গুরুত্ব আহত হয়। উল্লেখ্য খুলনা বিভাগের সর্বোচ্চ রাজস্ব আদায়ের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উপজেলা ভূমি অফিস হলেও উক্ত অফিসটি সেবা প্রদানের কোন অনুকূল পরিবেশ নেই। উক্ত অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা ও কর্মচারীরা এবং সেবা নিতে আসা সেবা গ্রহীতারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। সর্বচ্চো রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান উপজেলা ভূমি অফিসের নিজেস্ব কার্যালয়ের ভবন না থাকায় উপজেলা পরিষদের একটি দীর্ঘ বছরের পুরাতন জনাকীর্ণ ভবনে জীবনের ঝুকি নিয়ে সেবা প্রদান করে আসছেন। অপরদিকে উপজেলা ভূমি অফিসের রুমের আয়তন ছোট এবং রুম স্বল্পতার কারণে সেবা গ্রহীতাদের বসার কোন ব্যবস্থা নেই । অতি দ্রুত ভূমি অফিস স্থানান্তর বা ভবনটি সংস্কারকের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওন এ প্রতিবেদককে বলেন, খুলনা বিভাগের সর্বোচ্চ রাজস্ব আদায় ও জনগুরুত্বপূর্ণ সেবা মূলক প্রতিষ্ঠানটি সত্যি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে । তিনি আরো বলেন, আমার অফিসের সকল স্টাফ দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে জনগণের সেবা প্রদান করছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার পূর্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে মনে করেন।