মোঃ জাহিদুল ইসলাম:: নগরীর খালিশপুরে বাসের ধাক্কায় ২১ বিজিবির একজন সদস্য'র মৃত্যুর ঘটনা ঘটছে।
সোমবার সন্ধ্যায় খালিশপুর বিআইডিসি রোডে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম মুরাদ হোসেন। সে নড়াইল জেলার কালিয়া থানার বড় কালিয়া গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) বিএম নুরুজ্জামান।
সন্ধ্যার দিকে খুলনা নগরীর খালিশপুর বিআইডিসি রোড খুলনা বিদ্যুৎ কেন্দ্র গেটের পশ্চিমে মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্য মুরাদ হোসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাসকে ওভারটেক করে যাওয়ার সময় সংকুচিত সড়কের কারণে ধাক্কা লেগে পড়ে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ সময় মুরাদ হোসেন মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক বাসটি পুলিশি হেফাজতে রয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।