মনির হোসেন, মোংলা:: কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি বেইস মোংলার একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবন সংলগ্ন দাকোপের ঠাকুরবাড়ি খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি দেশীয় ওয়ান শুটার পাইপগানসহ একজনকে আটক করেছে।
আটক ব্যক্তির নাম মো. ইসমাইল শেখ (২৪)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণবাগ গ্রামের আব্দুল আজিজের ছেলে।
৯ নভেম্বর দুপুর ১২ টায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মো. আসিফ এতথ্য জানান,
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক গত ৮ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক ৬টায় সুন্দরবন সংলগ্ন খুলনা জেলার দাকোপ থানাধীন ঠাকুরবাড়ি খেয়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে মোঃ ইসমাইল শেখ কে (২৪) একটি দেশীয় ওয়ান শুটার পাইপ গানসহ আটক করা হয়। উক্ত ব্যক্তির বিরুদ্ধে রামপাল থানায় ২টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা যায়। জব্দকৃত দেশীয় ওয়ান শুটার পাইপ গান ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মো. আসিফ আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ দেশী বিদেশী উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্র ব্যবসায়ী, মাদককারবারি ও নাশকতাসহ বিভিন্ন অপকর্মে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply