অরুন দেবনাথ, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি:: ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বান্দা তালতলা এলাকা থেকে একটি বিদেশী পিস্তল-সহ দিপংকর সরকার (৩২)-কে গ্রেপ্তার করেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের তালতলা এলাকার রাধাকান্ত সরকারের ছেলে দিপংকর সরকার দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের হুমকি দিয়ে যথেষ্ট প্রভাব বিস্তার করতো। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে একটি বিদেশী পিস্তল উদ্ধার হয়।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, এলাকাবাসীর মাধ্যমে আমরা কয়েকদিন আগে খবর জেনে রবিবার রাতে দিপংকর-কে আটকের পর তার স্বীকারোক্তিতে বিদেশী পিস্তলটি উদ্ধার হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।