বেনাপোল প্রতিনিধি:: বাংলাদশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান বলেন,
এ দেশের মানুষ স্বৈরাচার মানুষ চায় না। এ দেশে আর যেন স্বৈরাচারের জন্ম না হয়।এদেরকে রুখতে সকলকে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে।
আল্লাহর অপার অনুগ্রহ নিষ্ঠুর নির্যাতনের ১৭ বছর পর ছাত্র জনতার অসীমত্যাগ, শহিদ আব্দুল্লাহসহ এক হাজার ৬৪১ জন শহীদের রক্তের বিনিময় ২য় স্বাধীনতার মুখ দেখেছি। শহীদ পরিবারের জন্য দুনিয়া ও আখেরাতের উচ্চ সম্মান ও তার প্রতিদান প্রত্যাশা করি মহান রবের নিকট।
আপাষহিনতার কারন জামায়াত নেতা কর্মিদের উপর ফ্যাসিষ্ট সরকাররের পেটোয়া বাহিনী ১৫ বছর নিষ্ঠুর ও নিকৃষ্ট রাষ্ট্রিয় অত্যাচার নিপিড়িত বঞ্চনা বৈষম্য দূর্নীতি দারিদ্র দখল খুন গুমের কারনে পুরোদেশ ও জাতি ছিল অবরুদ্ধ।আলহামদুলিল্লাহ। আজ আমরা সবাই মুক্ত।
আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকালে
বাংলাদেশ জামায়েত ইসলামি বেনাপোল পৌর কমিটির যুব সমাবেসের আয়োজনে বেনাপোল মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার মাঠে জন সমাবেসে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান।
বাংলাদেশ জামায়েত ইসলামির বেনাপোল পৌর কমিটির আমির মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন মো:রেজাউল ইসলাম বেনাপোল পোর্ট থানা আমির,শফিকুর রহমান, মাওলানা আবদুল মমিন,মাওলানা আরিফ বিল্লাহ,মাওলানা মো:ইলিয়াস হোসেন,মাওলানা নুরুল হাসান বিন আবদুল বারিসহ প্রমুখ।