বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে নাভারণ ট্রাষ্ট কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা জামায়াতের নেতা অধ্যাপক ফারুক হাসানের সভাপতিত্বে ও বেনাপোল পৌর জামায়াতের নেতা আনোয়ারুল কবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ফারুক হাসান, জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান প্রমূখ।
মতবিনিময় সভায় জামায়াত নেতারা বিগত দিনে তাদের ওপর নির্যাতন ও নিপিড়নের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মৌলিক অধিকার আদায়ে রাজনীতি করে। জামায়াতে ইসলামী সকল ধর্ম-বর্নের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের কাছে তাদের সংগঠনের কার্যক্রমের বিভিন্ন অনুষ্ঠানের বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা।