1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়-পররাষ্ট্র উপদেষ্টা সালমান শাহ হত্যা মামলায় স্ত্রীসহ আসামি ১১ জন নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা দরকার করবো-বিএনপিকে প্রধান উপদেষ্টা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে সমন্বয় সভা দাকোপে শ্যামা কালী পূজা উপলক্ষে প্রমিলা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন নগরীতে ‘‘ক্লাইমেট-রিজিলিয়েন্ট ক্লিন সিটি’স বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত পাইকগাছায় পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা খুলনা রেঞ্জের উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শুরু পাইকগাছায় কলেজে ভাস্কর্য অপসারণের দাবিতে মানববন্ধন; ৭২ ঘন্টার আল্টিমেটাম

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, উদ্বোধন অনুষ্ঠান, মানববন্ধন, আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়। সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
দিবসের এবারের প্রতিপাদ্য ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান বলেন, দুর্নীতি কমিয়ে আনতে হলে আমাদের নৈতিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। নিজ নিজ অবস্থানে দুর্নীতিমুক্ত থাকতে হবে। দুর্নীতিকে নিয়ন্ত্রণে রাখতে হলে নিজ ঘর, অফিসে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করা প্রয়োজন। সদিচ্ছার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা একাত্ম, সংযত ও অঙ্গীকারবদ্ধ রাখবো। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে যে লড়াই তা অব্যাহত রাখতে হবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মনি মোহন সাহা। এতে স্বাগত বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট