মোঃ জাহিদুল ইসলাম:: জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে "মাদকের অপব্যবহার প্রতিরোধে করণীয়" শীর্ষক" সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক ইফতেখার মোহাম্মদ উমায়ের এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডাঃ শেখ শফিকুল ইসলাম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান ও স্বাগত বক্তৃতা করেন মোঃ মিজানুর রহমান।
এ সময় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, রাজনৈতিক, সামাজিক সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।