দাকোপ প্রতিনিধি:: দাকোপে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি আসমত হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শুরু হয় মাল্যদান কর্মসূচী। পর্যায় ক্রমে মাল্যদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চালনা পৌরসভা, দাকোপ থানা, উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য রাজনৈতিকদল, দাকোপ প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারী উন্নয়ন সংস্থা। সকল সরকারী, আধা সরকারী, বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন। পরে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, বিকাল ৩টায় প্রীতি ফুটবল প্রতিযোগীতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জুবায়ের জাহাঙ্গীর, থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্গিম কুমার হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজ্জিত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, মহিলা বিষয় কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার, সকল বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমের কর্মী বৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।