মোঃ জাহিদুল ইসলাম :: কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো চালু হলো খুলনা থেকে ঢাকা গামী যাত্রীবাহী ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস।
আজ মঙ্গলবার সকাল ছয়টায় ৫৫৩ জন যাত্রী নিয়ে খুলনা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা খুলনা থেকে ট্রেনে করে ঢাকায় যান। তবে খুলনা প্রান্তে ছিল না কোনো উদ্বোধনী অনুষ্ঠান।
নতুন রুটে মাত্র পৌনে ৪ ঘণ্টার দূরত্বে যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় রেলওয়ের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।
ট্রেনটিতে ১১টি যাত্রীবাহী কোচ ও একটি লাগেজ ভ্যান সহ আসন সংখ্যা রয়েছে ৭৬৮টি । এদিকে সোমবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন চলাচল করবে ট্রেনটি। এ সময় যাওয়া-আসার পথে যশোরের নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রা বিরতি করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিদেশ থেকে ট্রেনের নতুন ইঞ্জিন ও বগি আনা হচ্ছে। ৬ মাস পর এই রুটে নতুন আরও ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে জানিয়েছেন তারা।