1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত বিএনপি জুলাই অভ্যুত্থানকে খাটো করে দেখতে চায় না -মির্জা ফখরুল জেলা পর্যায়ে সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা মোংলা বন্দরের ২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক মতবিনিময় সভা টেকনাফে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিলো কোস্টগার্ড ভোলায় কোস্টগার্ডের আয়োজনে অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা এসএসসিতে জিপিএ-৫ পেলেন ১ লক্ষ ৩৯০৩২ জন, এগিয়ে মেয়েরা দাকোপে পরিষেবায় অভিগম্যতা বিষয়ক মতবিনিময় সভা বেনাপোলে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ ৩২ বছরের বেশি বয়সী চিকিৎসকদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

আগামী নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহনে নেতাকর্মিদের প্রস্তুত থাকতে হবে-জেলা বিএনপির আহবায়ক মন্টু

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

দাকোপ প্রতিনিধি:: অতীতের স্বৈরাচারী সরকারের লুটপাট দুঃশাসন আমাদের মনে করিয়ে দেয় দেশে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে সৎ আদর্শবান রাজনীতিবিদ বড় বেশী প্রয়োজন। আমাদের প্রয়াত নেতা আবুল খায়ের খান ছিলেন এ অঞ্চলের রাজনীতিতে আদর্শবান ও সততার প্রতিক। তার আদর্শকে ধারন করে শহীদ জিয়ার রাজনীতি প্রতিষ্ঠায় দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএপির সকল নেতা কর্মিদের আগামীর নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহনের জন্য প্রস্তুত থাকতে হবে।
শনিবার বেলা ১২ টায় দাকোপ উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি চালনা পৌরসভার প্রথম পৌর প্রশাসক আবুল খায়ের খাঁনের ৪র্থ মৃত্যু বার্ষিকীর স্মরন সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু এ কথা বলেন। তিনি বলেন দলের ইমেজ ক্ষুন্ন হয় এমন অভিযোগ প্রমানতি হলে দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে। দাকোপ উপজেলা হেড কোয়ার্টার মসজিদ চত্বরে চালনা পৌর বিএনপির আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেনের সভাপতিত্বে স্মরন সভায় বিশেষ অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আমির এজাজ খান বিগত ১৭ বছরের ত্যাগের বিষয়টি স্মরন করিয়ে দিয়ে আগামীতে এ অঞ্চলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় কর্মিদের সাধারণ মানুষের ভালবাসা অর্জন করার কথা বলেন। উপজেলা বিএনপির সদস্য সচীব আব্দুল মান্নান খান ও পৌর সদস্য সচীব আলামিন সানার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান বক্তা হিসাবে জেলা বিএনপির সদস্য সচীব আবু হোসেন বাবু বলেন, আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলকে ঢেলে সাজাবো। দলের পরিচয়ে কেউ লুটপাট দখলদারী চাঁদাবাজি টেন্ডারবাজী করলে কোন ছাড় হবেনা। তিনি বলেন এ অঞ্চলের প্রতিটি নেতাকর্মিকে প্রয়াত আবুল খায়ের খাঁনের আদর্শকে ধারন করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা নেতা জাফরী নেওয়াজ চন্দন, জি এম রফিকুল হাসান। সভায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপিনেতা শেখ শাকিল আহমেদ দিলু, দীপক সরদার, আইয়ুব আলী কাজী, বারিক গাজী, গাজী জাহাঙ্গীর আলম, শেখ শহিদুল ইসলাম, কামরুজ্জামান টুকু, মহিদুল ইসলাম, রউফ সরদার, শেখ সেকেন্দার আলী, রহিম হাওলাদার, মইজউদ্দিন সরদার, বেনী মাধব বিশ্বাস, এ্যাডঃ মাসুদ করিম, এস এম মোস্তাফিজুর রহমান, বাচ্চু ফকির, এস এম গোলাম কাদের, বিল্লাল হোসেন মোল্যা, মনিরুল ইসলাম মনি, মানষ গোলদার, হালিম হাওলাদার, হাফিজুর রহমান সানা, শেখ রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, নুর হোসেন, ইশা সানা, কৌশাল্যা রায়, জান্নাতুল হাসান ফেরদাউস, অমল গোলদার, আমিনুল ইসলাম বুলবুল, দেলোয়ার হোসেন, হাসমত খলিফা, আঃ রাজ্জাক মোল্যা, জয় রায়. আঃ রাজ্জাক শেখ, মেসকাত মোল্যা, আজিম হাওলাদার, মুনসুর মীর, সমির সাহা, ফয়সাল আলম, সাইদ গাজী, ফয়সাল আলম গাজী, রবিউল ইসলাম মনাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সভায় মরহুম আবুল খায়ের রুহের মাগফেরাত কামনা করা হয়। সভা শেষে নেতৃবৃন্দ মরহুম নেতার বাড়ীতে গিয়ে তার কবর জিয়ারাত ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট