মোঃ জাহিদুল ইসলাম :: রাষ্ট্রীয় মিল রাষ্ট্রীয় ভাবে চালুর দাবীতে দলমত নির্বিশেষে কর্মসংস্থানের লক্ষ্যে খুলনা হার্ডবোর্ড মিল বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে সকাল ১১ টায় হার্ডবোর্ড মিলস্ গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিগত সরকার কর্তৃক লোকসানের অজুহাতে হার্ডবোর্ড মিলস্ সহ খালিশপুরের রাষ্ট্রীয় সকল মিল কারখানা বন্ধ করে দেয়া হয়। এসব বন্ধ মিল কল কারখানা চালুর দাবিতে মানববন্ধনের বক্তৃতা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাস্টার শফিকুর রহমান,জাতীয়তাবাদী শ্রমিক দল আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ, হার্ডবোর্ড মিলস্ বাঁচাও সংগ্রাম পরিষদ খুলনার যুগ্ম-আহ্বায়ক
মোঃ আরিফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তৃতা করেন,খালিশপুর থানা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার আজম ,হার্ডবোর্ড মিলস্ বাঁচাও সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,দেশীয় চাহিদা মিটানোর জন্য যে বোর্ড আমদানি করা হচ্ছে এতেকরে একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে অন্যদিকে বৈদেশিক মুদ্রার অপচয়ও হচ্ছে। তাছাড়া খুলনা হার্ডবোর্ড মিল দীর্ঘদিন বন্ধ থাকায় যন্ত্রপাতি অকেজো হয়ে গেলেও অল্প টাকায় পুনরায় চালু করা সম্ভব যা সরকার বা রাষ্ট্রের জন্য নগণ্য বলে উল্লেখ করেন তারা।