মোঃ জাহিদুল ইসলাম :: গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৯ ডিসেম্বর রবিবার সকালে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন খুলনার মোঃ কাজল (২৯) ও মাদারীপুর জেলার বাসিন্দা মোঃ আবুল হোসেন (৪২) ।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক ।
Leave a Reply