অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :: নব গঠিত খুলনা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব আবু হোসেন বাবুর আশু রোগ মুক্তি কামনায় ডুমুরিয়া উপজেলার যুবদল, সেচ্ছাসেবক দল,কৃষক দল ও ছাত্রদলের যৌথ উদ্দ্যোদে খর্নিয়া আল কারিমিয়া মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন মঙ্গলবার ৩১ ডিসেম্বর বিকাল ৫ টায় এক দোয়া অনুষ্ঠানের আয়েজন করা হয়।
ডুমুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মন্জুর রশিদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবু সাঈদ মাস্টার, আয়ুব আলী, বিল্লাল হোসেন, ফয়সাল চৌধুরি,খকন তালুকদার, আব্দুল মজিদ জোয়ার্দার ইউপি সদস্য শেখ হজরত আলী, ফরিদুল ইসলাম, রফিকুল ইসলাম, নিলয়, আবু বক্কার সরদার, জাকির হোসেন, সাহাজান, মাষ্টার জাহিদুর, জাকির, ইসমাইল, তৌহিদ, শহিদুল ইসলাম, হাবিবুর, মিঠু, কায়েস, জাহাঙ্গীর মন্টু গাজী, শাহাবুদ্দিন সরদার এনামুল মল্লিক,নুর মোহাম্মদ, রাকিবুল, আলেক, রাজা, মোজাহিদ জোয়ার্দার,আলি রাজ, বাবু, আসাদ, মুক্তা,রকন,আলমগীর, বরহান, এজাজ, জাহিদ, মহাতাব, মাসুম, সাকিল, ইয়াছিন গাজী, সাগর মোড়ল, সোয়েদ, আবুল কালাম মোর্শেদ, আঃ মতিন, আলতাপ,তাকির ফকির, ফেরদৌস, রমজান, কবির, মাহাবুব ফকির, জহুরুল শেখ,রাজু, রহিম বক্স প্রমুখ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন কারী মোঃ নাইমুল ইসলাম।