দাকোপ (খুলনা) প্রতিনিধি:: খুলনার দাকোপে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করায় ৩জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৮জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। গত রবিবার রাত ৮টায় উপজেলার বাজুয়া এস এন কলেজের একটি পরিত্যাক্ত ভবনে এ ঘটনা ঘটে। আটককৃত ছাত্র লীগ কর্মিরা হলেন, উপজেলার চুনকুড়ি এলাকার জিয়াউর রহমানের ছেলে মানিক শেখ (২০), বাজুয়া এলাকার সুজিত দাসের ছেলে দিপু দাস (২৩) ও বানিয়াশান্তা আমতলা এলাকার পলাশ বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাস (২৩)। বানিশান্তা ইউনিয়নের খেজুরিয়া এলাকার রাজু খান বাদি হয়ে সোমবার সন্ত্রাস বিরোধী আইনে থানায় এ মামলা দায়ের করেন যার মামলা নম্বর ১।
এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটককৃত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।