মোঃ জাহিদুল ইসলাম :: দীর্ঘ চার বছর পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এর গুচ্ছ পরীক্ষা থেকে বের হয়ে অনুষ্ঠিত হলো একক ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমিয়ে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশুনার পরিবেশ রক্ষায় সর্বদা তৎপর রয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মাছুফ । শনিবার সকালে পরীক্ষার হল পরিদর্শন করেন তিনি। এ সময় সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
মোট ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত পরিক্ষায় ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী আবেদন করলেও অংশগ্রহণ করেছে ২২হাজার ৬৬১ জন শিক্ষার্থী।
তিনটি অনুষদের অধীনে ১৬টি বিভাগে মোট ১০৬৫টি আসনের প্রতিটি আসনের জন্য ২২জন পরীক্ষার্থীর প্রায় ৯২.৩৯% ভাগ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সময় হল পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. শেখ শরীফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।