1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন ভারতের পুশইনের ঘটনা সুপরিকল্পিত এবং ন্যাক্কারজনক-বিজিবি মহাপরিচালক আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছেন নির্বাচন কমিশন সাউথ এশিয়া ফ্রেন্ডসিপ অ্যাওয়ার্ড পেলেন মোরেলগঞ্জের ডা: নজরুল ইসলাম ফারুকী পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকারের সাক্ষাৎ সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ নিষিদ্ধ-প্রজ্ঞাপন জারি বাগেরহাট পৌর ও সদর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ২৫ কেজি গাঁজা জব্দ সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি

দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে
oppo_2

মোঃ জাহিদুল ইসলাম :: খুলনা নগরীর দেয়ানা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাকসুদুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগ করেন বিদ্যালয়ের দাতা সদস্য ও প্রাক্তন ছাত্র মঞ্জুর আহসান শিপলু। ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সত্যতা যাচাইয়ের জন্য খুলনা সদর খুলনার থানা শিক্ষা অফিসার মো. শাহাজাহানকে প্রধান করে সহকারি থানা শিক্ষা অফিসার রেক্সোনা আক্তার ও সহকারি থানা শিক্ষা অফিসার নুরত ঝুমুর তদন্ত কমিটি গঠন করা হয়। সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় দেয়ানা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গঠিত তদন্ত কমিটি তদন্ত শুরু করেন। এ সময় অভিযোগকারী মঞ্জুর আহসান শিপুল অভিযুক্ত প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রমানাদী ও যুক্তি উপস্থাপন করেন। একই সাথে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জারালো দাবি জানিয়েছেন অভিযোগকারীসহ সচেতন এলাকাবাসী।
বিদ্যালয়টি অনিয়মের ব্যপারে দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীর অভিভাবক জানান, বিদ্যালয়ে পড়াশুনার মান খুব খারাপ। ম্যাডামরা ক্লাসে বসে ঠিক মতো ক্লাস নেয় না, মোবাইল চাপাচাপিতে ব্যস্ত থাকে। আমরা চাই বিদ্যালয়ে পড়াশুনার সঠিক পরিবেশ ফিরে আসুক। অপর এক শিক্ষার্থীর অভিভাবক জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনেক অভিভাবক বিদ্যালয়ে খোলা জায়গায় এসে দাঁড়িয়ে থাকে, বসার কোনো ব্যবস্থা নেই। তাছাড়া বিদ্যালয়টিতে লেখাপড়ার মানও ভালো না। আমরা চাই যেন বিদ্যালয়টিতে পড়াশুনার সুন্দর পরিবেশ ফিরে আসে। এ ব্যাপারে অভিযোগকারী বিদ্যালয়ের দাতা সদস্য ও প্রাক্তন ছাত্র মঞ্জুর আহসান শিপলু জানান, দেয়ানা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমি একটি অভিযোগ দাখিল করি। সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয়ে ওই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত টিম আসে এবং তদন্তের কার্যক্রম শুরু করে। আমি তদন্ত টিমের নিকট অভিযুক্ত প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রমানাদী ও যুক্তি উপস্থাপন করি। তদন্তপূর্বক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চাই আমরা। বিদ্যালয়টির সার্বিক বিষয়ে সুন্দর পরিবেশ ফিরে আসুক এমনটাই প্রত্যাশা করি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাকসুদ হক জানান, আমার বিরুদ্ধে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ন ভিত্তিহীন ও অনুমান নির্ভর। ওই বিষয়টি নিয়ে তদন্ত চলমান, তদন্ত শেষ হলে প্রকৃত সত্য মিথ্যা বেরিয়ে আসবে। ব্যাপারে খুলনা সদর, খুলনার থানা প্রাথমিক শিক্ষা অফিসার ও তদন্তকারী কর্মকতার্ মো. শাহাজাহান জানান, প্রধান শিক্ষক মাকসুদুল হকের অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে জেলা শিক্ষা অফিসারের কাছে একটি একটি লিখিত অভিযোগ দিয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমরা সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১১টা হতে সরেজমিনে সেই তদন্ত কার্যক্রম পরিচালনা করছি, তদন্ত চলমান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট