মনির হোসেন:: চট্টগ্রাম বহিঃনোঙ্গরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ পাইরেসির গডফাদার লিটন গ্রুপের ৪ জন কুখ্যাত ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন।
১৮ জানুয়ারি শনিবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম বর্হিনোঙ্গর এলাকায় বিদেশী জাহাজে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত সমূদ্রে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সাংগু কর্তৃক ১৮ জানুয়ারি মধ্যরাত ২ টা ৩০ মিনিটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন চট্টগ্রাম বহিঃনোঙ্গরে সাংগু নদীর মোহনায় সন্দেহভাজন একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত প্রদান করে। এসময় বোটটি কোস্ট গার্ড এর উপস্থিত টের পেয়ে সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল ১ ঘন্টা ব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়। অতঃপর বোটটি তল্লাশী করতঃ ডাকাতির কাজে ব্যবহৃত ৩ টি দেশীয় অস্ত্র এবং ৪০০ পিস ইয়াবাসহ ৪ জন ডাকাতকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের মূল হোতা মোঃ লিটন (৩৮) এর নেতৃত্বে উক্ত ডাকাত দলটি চট্টগ্রামস্থ আনোয়ারা থানাধীন ছিবাতলী ঘাট হতে বোট যোগে আজ মধ্যরাত আনুমানিক ০১ টা ৩০ মিনিটে ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রাম বর্হিনোঙ্গরে গমন করে। আটককৃত ডাকাত সদস্যরা হলো মোঃ লিটন (৩৮), মোঃ হাসেম (৪৫), মোঃ মিন্টু (৩৮) এবং মোঃ কায়সার (৩৮)। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply