1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৮ মে ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত বেনাপোলে ষাট লাখ টাকা মূল্যের ভায়াগ্রা পাউডার আটক করেছে বিজিবি বাগেরহাটে যুবদলের দুইটি শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন বাগেরহাটে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কর্মকর্তাদের মানববন্ধন মোংলায় কোস্টগার্ড বেইসে নবনির্মিত বোট ওয়ার্কশপ উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা গণহত্যা চলছেই, গাজায় প্রাণহানি ছাড়িয়ে গেল ৫৩ হাজার ডিজিটাল রূপান্তরে সমতা নিশ্চিতেই অঙ্গীকারবদ্ধ সরকার-প্রধান উপদেষ্টা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দাকোপে বিএনপির মিছিল ও লিফলেট বিতরণ টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস লক্ষীপুরে মেঘনা নদীতে বালু উত্তোলনকালে ড্রেজার বাল্কহেডসহ দুজন আটক

ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে মৎস্য চাষের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়ায় আজও সরকারি রাস্তা দখল করে মৎস্য ঘের করে বসে আছে এমন অভিযোগ রয়েছে প্রভাবশালী দু’আওয়ামী দোসর সহোদরে বিরুদ্ধে। রাস্তাটি দখল করে নেয়ার ফলে দুই গ্রামের জনসাধারণের বিলে যাওয়া এবং ফসল আনা নেওয়ায় ব্যাপক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দপ্তরে এর প্রতিকার চেয়ে এলাকাবাসী ধর্ণা দিয়ে আসলেও আজও সুরাহা হয়নি। উপায়ান্তর না পেয়ে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় সার্ভেয়ার নিয়োগ করে সীমানা নির্ধারণ করেছে তারা। উপজেলার খর্ণিয়া ইউনিয়নের পাচুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিভিন্ন দপ্তরে দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,পাচুড়িয়া নদীর কোল ঘেঁষে সরকারি রাস্তা দিয়ে এলাকাবাসী বিলে যাওয়া, ফসল আনা নেওয়ার কাজ চালিয়ে আসছিল। হঠাৎ ওই রাস্তার কিছু অংশ পাচুড়িয়া নদীতে বিলীন হলে স্থানীয় প্রভাবশালী সুকেশ ও সুকৃতি রক্ষিত নামে দুই সহোদর পাশে তাদের পৈত্রিক জমি থাকার সুবাদে রাস্তাটি দখল করে মৎস্য চাষ শুরু করে। এতে চরম ভোগান্তিতে পড়ে এলাকাবাসী।এ প্রসঙ্গে কথা হয় স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম সর্দার,নুর আলী বিশ্বাস, আবুল হোসেন সরদার,আসাদ শেখ সহ অনেকের সাথে। তারা অভিযোগ করে বলেন, আওয়ামী দোসর সুকেশ ও সুকৃতি নামে দুই সহোদর বিভিন্ন সময়ে দলীয়, সামপ্রদায়িক ও আর্থিক প্রভাব বিস্তার করে দুই গ্রামের মানুষের চলাচলের সরকারি রাস্তাটি অবৈধভাবে দখল করে মৎস্য চাষ করে আসছেন। আমরা বিভিন্ন দপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আজও প্রতিকার পায়নি। যে কারণে কৃষি ও কৃষকের সার্থে রাস্তাটি উন্মুক্ত করার দাবিতে সীমানা নির্ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় সার্ভেয়ার রুহুল আমিন বিশ্বাস বলেন,পরিমাপ করে দেখা গেছে প্রায় ২১ ফুট চওড়া বিশিষ্ট সরকারি রাস্তা সহ স্থানীয় বজলুর রহমান বুলু, শেখ আসাদ সহ কয়েক জনের রেকর্ডীয় জমির কিছু অংশ ওই মৎস্য ঘেরের মধ্যে রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুকেশ ও সুকৃতি বলেন, তাদের মৎস্য ঘেরের মধ্যে সরকারি রাস্তা রয়েছে ঠিকই, তবে রাস্তা দখলকারী সকলে যদি জায়গা ছেড়ে দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় সেক্ষেত্রে রাস্তার জায়গা ছেড়ে দিতে আমার আপত্তি নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট