মনির হোসেন, মোংলা:: শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। ২০ জানুয়ারি সোমবার সকালে মোংলা বন্দরের অধিনস্ত বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বন্দরের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রতি বছরের ন্যায় এবারও মোংলা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে সমাজে পিছিয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে মোংলা বন্দরের অধীনস্ত স্থায়ী বন্দর এলাকা, বাসষ্ট্যান্ড, রেলওয়ে স্টেশন হতে ইপিজেড পর্যন্ত রেললাইনের পার্শ্ববর্তী এলাকা, বালির মাঠ ও বুড়িরডাঙার টেপামারি এবং খুলনাস্থ পোর্ট সংলগ্ন এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের এক হাজার মানুষকে কম্বল বিতরণ করা হয়।
বন্দরের এই কর্মকর্তা আরো বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ আর্তমানবতার সেবায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply