মনির হোসেন, মোংলা:: মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি স্টেশন কয়রার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবন সংলগ্ন ঘাগরামারি এলাকা থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে।
আটককৃতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঘাগরামারি এলাকার বাসিন্দা মো. মাসুম বিল্লাহ ৪৫) ও মো. শফিউল্লাহ খাঁ (৩০)।
২২ জানুয়ারি বুধবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১ টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঘাগরামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২টি অবৈধ দেশীয় একনলা পাইপ গান, ২টি ককটেল, ১টি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ দুইজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়। আটক সন্ত্রাসীরা সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় স্থানীয় জনসাধারনকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিলো।
তিনি আরও বলেন, আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।