নিজস্ব প্রতিনিধি :: বে-সরকারী উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের উদ্যোগে রামপালে দিনব্যাপি পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন, র্যালি ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
পিকেএসএফ এর সহযোগীতায় এবং আরএমটিপি প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল ১০ টায় রামপাল উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম ক্যাম্পেইনে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। সভায় সভাপতিত্বে করেন নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি ইউমেন্স কলেজ এর সহকারী অধ্যাপক (খাদ্য ও পুষ্টি) ডা. নাসরিন নাহার বেগম, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরহাদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, পিকেএসএফ ভ্যালুচেইন প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ কুন্ডু, ম্যানেজার কপিল কুমার পাল প্রমুখ। ক্যাম্পেইনে পুষ্টি নাটিকা, পটগান, কুইজ প্রতিযোগীতায় ও মেলা অনুষ্ঠিত হয়। এর পূর্বে একটি বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
Leave a Reply