মনির হোসেন:: ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ আনুমানিক দুপুর ৩টায় খুলনার খালিশপুর থানাধীন আলমনগর এলাকায় বাংলাদেশ নৌবাহিনী মাদক উদ্ধার বিষয়ক একটি অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় মাদক ও ইয়াবা ব্যবসায়ী মোঃ পারভেজ এবং মোঃ শহিদুল ইসলামকে আলমনগর বাজারের সন্নিকটে গাবতলা থেকে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে খালিশপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে খুলনা র্যাব-৬ এর সদস্যরাও অংশগ্রহণ করে।
বর্ণিত মাদক ব্যবসায়ীদেরকে আটক করার ফলে উক্ত এলাকার জনগণ স্বস্তি প্রকাশ করে এবং বর্ণিত আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায়।
Leave a Reply