মনির হোসেন:: চট্রগ্রামের বাঁশখালীতে খাটখালী নদীর মোহনা হতে ১৬ টি দেশীয় অস্ত্রসহ ১২ দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত ডাকাত সদস্যরা হলেন- মোঃ রফিক (৪২), শহিদুল (২০), মোঃ টিপু (২২), মোঃ শাহাদাত (২৮), আমির(১৮), আরাফাত হোসেন (১৮), মোঃ রেদওয়ান (২২), নুরুল আবসার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯), নূর মোহাম্মদ (৫১)।
২৫ জানুয়ারি শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি বলেন, ২৫ জানুয়ারি গোয়েন্দা সূত্রে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সক্রিয় ডাকাত দল ডাকাতির পরিকল্পনা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এদিন মধ্যরাত ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চট্টগ্রাম বহিঃনোঙ্গরে খাটখালি নদীর মোহনায় সন্দেহভাজন একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্টগার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত প্রদান করে।
এসময় বোটটি কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ঘন্টা ব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটি তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত ১৬ টি দেশীয় অস্ত্র (ছুরি ৫টি, চাপাতি ৬টি, শাবল ৫ টি, হাতুড়ি ২ টি) সহ ১২ জন ডাকাতকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের মূল হোতা মোঃ রফিক (৪২) এর নেতৃত্বে উক্ত ডাকাত দলটি চট্টগ্রামস্থ বাঁশখালী থানাধীন খাটখালি ঘাট হতে বোটযোগে ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রামের বাঁশখালী বহিঃনোঙ্গরে গমন করে এবং তারা সকলে মহেশখালী ও বাঁশখালীর বাসিন্দা।
বর্ণিত ডাকাত দল সমুদ্রে অবস্থানরত বিভিন্ন জেলেদের বোট এবং বাণিজ্যিক জাহাজের পাইরেসির সাথে সম্পৃক্ত বলে তথ্য পাওয়া যায়। সমুদ্রে সার্বিক নিরাপত্তা রক্ষার্থে ভবিষ্যতেও কোস্টগার্ড এর এধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply