মনির হোসেন:: টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মায়ানমারে চোরাচালানকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড।
২৫ জানুয়ারি শনিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চট্টগ্রাম হতে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটযোগে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা হয়ে মায়ানমারে চোরাচালান করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধা ৭ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন শাহপরী কর্তৃক টেকনাফের শাহপরী দ্বীপ পশ্চিম পারা বেরিবাধ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড অভিযানিক দল থামার সংকেত প্রদান করে। পাচারকারীরা সংকেত অমান্য করে শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বোটসহ সকল মালামাল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ৩০ বস্তা আলু, ৩৫ বস্তা পিয়াজ, ১৪ বস্তা রসুন, ৩০ বস্তা প্যারেক (লোহা), ১৫ কার্টুন টিনের প্যারেক, ৭৭ পিস টিন ও ৩৪ কেজি চা পাতা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়।
Leave a Reply