নিজস্ব প্রতিনিধি:: খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছে নিহতের বাবা নিতিশ কুমার সরকার।
শনিবার রাতে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় নিহতের পিতা নিজে বাদী হয়ে এ মামলাটি করেন।
এদিকে জিজ্ঞাসাবাদর জন্য পুলিশী হেফাজতে নেয়া তিনজনর মধ্যে রব্বানীকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু।
তিনি জানান, হত্যাকান্ডের রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়। এর মধ্যে রব্বানী নামের একজনকে মামলার আসমীকে আদালতে প্রেরন করে রিমান্ডের আবদন করা হয়েছে।
অন্যদিকে অর্ণব হত্যার প্রতিবাদে মানববন্ধন কারছে নর্থ ওয়স্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা । আজ দুপুরে নগরীর তেতুলতলা মোড়ের নর্থ ওয়স্টার্ন ক্যাম্পাসের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
উল্লখ্য, শুক্রবার রাত সায়া ৯টার দিকে তেঁতুল তলা মোড়ে সস্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন খুবি শিক্ষার্থী অর্নব। খুলনায় গত চার মাসে ১২টি হত্যাকান্ডর ঘটনা ঘটেছে।
Leave a Reply